নিবেদন

নিবেদক
Published on : 5/25/2021 2:05:00 AM


হিন্দুত্ব কোনও আচরণ সর্বস্ব ধর্মমাত্র নয়, হিন্দুত্ব জীবনধারণের এক অভ্যাস যা মানুষকে শরীর ও মনের দিক থেকে সুস্থ রাখতে সাহায্য করে, চিত্ত শান্ত করে, জীবনে এনে দেয় অনাবিল শান্তি।
নিরন্তর উৎসারিত প্রশ্নক্রম এবং তার যুক্তিগ্রাহ্য উত্তর মনকে করে সমৃদ্ধ, শান্ত, জ্ঞানের আলোকে উদ্ভাসিত। নতুনতর প্রশ্ন মনকে জ্ঞানের সাধনায় করে নিয়োজিত।
"প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া" --- এই প্রশ্ন করা যায় যাকে, তিনি গুরু। পরমগুরু, আদিগুরু দেবাদিদেব মহাদেব। আমি ও আমাদের মধ্যে কেউ কেউ আরও একজন গুরুর সান্নিধ্য লাভ করেছি যিনি সংসারী হয়েও ব্রহ্মজ্ঞানী ছিলেন। সেই গুরুর ইচ্ছায় ও আদিগুরু মহাদেবের কৃপায় এই প্রয়াস সনাতন ধর্মের সঠিক এবং সংস্কৃত জীবনচর্চার সার্বিক প্রসারের।
গুরু একটি অর্থ ভারী। অর্থাৎ গুরু জ্ঞানের ভরে এবং ভারে নত। নিজেকে নীচে রেখেই কি গুরুর প্রয়াস "লঘু" শিষ্যকে উন্নত করা? হয়তো তাই বলেই গুরু অকাতরে নিজের সমস্ত বিলিয়ে দেন শিষ্যের জন্য। গুরুর গুরুত্ব তখনই সার্থক যখন তাঁর শিষ্য সফল। হিন্দু গুরু শব্দের এই অর্থও অবগত। সেজন্য হিন্দুর কাছে গুরু শব্দের গুরুত্ব অপরিসীম, গুরু-শিষ্যের সম্পর্ক শ্রেষ্ঠ।
হিন্দুগুরু একটি প্রয়াস। প্রকৃত ধর্ম, দর্শন সত্যানুসন্ধান এবং সর্বোপরি একটি পরিশীলিত জীবনচর্যার মাধ্যমে আত্মিক, বৌদ্ধিক ও সার্বিক কল্যাণের জন্য নিরন্তর প্রশ্ন, বিতর্ক ও আলোচনার একটি আধুনিক ও ডিজিটাল গুরুগৃহ গড়ে তোলার প্রয়াস হিন্দুগুরু। পরমেশ্বর এই প্রয়াসের মাধ্যমে জগতের অন্ততঃ একটি মানুষেরও কল্যাণ করুন, দেহে আরোগ্য ও মনে শান্তি এনে দিন।








Card image cap     Friday, April 19, 2024
Events & Remarks


 

User Name:

Passkey :



Forget Passkey

Change Passkey

মন্তব্য, বিতর্ক ও আলোচনায় অংশ নিতে লগ ইন বা সাইন আপ করুন
Login/Sign Up to Remarks or to take part in Discussion/Debate.